রোজা রাখা হলো না, সিলিন্ডার বি*স্ফোরণে প্রাণ গেল দুই বোনের
ছবি সংগ্রহীত
আমাদের সবাইকে একদিন মরতে হবে। যে জন্মেছে সে মরবেই। যার সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটবেই। এটা খোদা পাকের শাশ্বত চিরন্তন বিধান। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে জমিলা খাতুন (৬৫) ও হেনা বেগম (৬০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোররাতে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিলা ওই ইউনিয়নের লাপাং গ্রামের হাশেম মিয়ার স্ত্রী এবং হেনা নবীপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
নবীনগর থানা পুলিশের ভার*প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রোজা রাখার জন্য সাহরির খাবার রান্না করতে ভোররাতে রান্না ঘরে যান দুই বোন জমিলা ও হেনা। গ্যাস সি*লিন্ডারের পাইপটি লিকেজ থাকায় পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সিলিন্ডার বি*স্ফোরণ হয়