অবশেষে নীরবতা ভেঙে তামিমকে নিয়ে আবেগঘন বার্তা সাকিবের!
গতকাল (৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতা’শাজনক হারের পর হঠাৎ ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। অশ্রুসিক্ত চোখে এই ১৬ বছরের বড় ক্যা’রিয়ের ইতি টানেন তামিম।
‘দেশসেরা এই ব্যাটারের অব’সরে অনেকেই প্রতি’ক্রিয়া জানান। তবে নীরব ছিলেন তামি’মের দীর্ঘদি’নের বন্ধু সাকিব আল হাসান।
তবে একদিন পর তামি’মকে নিয়ে একটি আ’বেগঘন বার্তা দিয়েছেন সাকিব। বিশ্ব’সেরা এই অল”রাউন্ডার তার ফেসবুক ভেরিফা”য়েড পেইজ লেখেন, ‘২০০৩ সাল থেকে জাতী”য় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একস”ঙ্গে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আ”মাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি এক”সঙ্গে ভাগ করে
একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদে’শের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রা’সন আরও অনেককে অনুপ্রা’ণিত করতে সহায়তা করেছে।’
সাকিব আরও লেখেন, ‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম – আমাদের দেশের জন্য জয়’লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, দলের সঙ্গী হিসাবে, একজন খেলো’য়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আ’মরা অত্যন্ত গর্বিত।’
সবশেষে তামি’মকে শুভকা’মনা জানিয়ে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে আর মা’ঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আম’রা প্রতিটি ল’ড়াইয়ে পা রাখব তখন তোমার আ’গুন আমা’দের সবার ভিতরে জ্ব’লবে। তুমি তোমার নতুন জীব’নে ছক্কা হাঁ’কাতে থাকো এবং তোমার প্রিয়জ’নের সঙ্গে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।’