অবশেষে ধু,মপান নিষিদ্ধ করা হলো নিউজিল্যান্ডে,কারণটা জানুন
নিউজিল্যান্ড তাদের পরবর্তী প্রজন্মের জন্য তা,মাকের বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে। এটাকে নিউজিল্যান্ডে ধু,ম,পান পুরোপুরি বাতিল করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।
নতুন যে আইন আসছে, তাতে উল্লেখ আছে- যাদের জন্ম ২০০৮ সালের পর তারা সি,গারেট বা তামাক জাতীয় পণ্য জীবনের কোনো পর্যায়েই ক্রয় করতে পারবেন না।
আইনটি আগামী ্্ বছর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডে ্ স্বাস্থ্যমন্ত্রী ড. আয়শা ্ ভেরল বলেন, ‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে, তরুণরা ্ কখনো ধুমপান করবে না।’
নিউজিল্যান্ড ধু,মপানের ওপর কঠোর হচ্ছে- বৃহস্পতিবারই এ বার্তা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিন ধু,মপানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নিউজিল্যান্ড ্ সরকার। এ নিয়ে দেশটিতে ্ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
তবে সরকারের ্ এসব উদ্যোগকে স্বাগত ্ জানিয়েছেন দেশটির চিকিৎসক ও স্বাস্থ্য ্ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে তামাকের ব্যবহার কমে আসবে।