এবার ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

‘চলতি বছরের এসএসসি ও সমমানের পরী’ক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। তবে এ বছর দেশের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

শুক্রবার (২৮ জুলাই) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়ো জিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

‘ফলাফলে দেখা গেছে, এ বছর ২৯ হাজার ৭১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। অন্যদিকে ৪৮টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

চলতি বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। rtv

‘চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধী’নের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন এবং ছাত্রী সংখ্যা ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন।’

Check Result Here: এসএসসি রেজাল্ট ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top