কয়রায় গলায় কাপড় জড়িয়ে নিজ স্ত্রীকে হত্যার অভিযোগ।
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজারে এ ঘটনা ঘটে। শিব পদ সরকারের পুত্র বিশ্বজিৎ সরকার।
তার স্ত্রী মাধবী রানী সরকারকে আজ সকাল ১৮/০৫/২৩ বৃহশপ্রতিবার আনুমানিক ৮ ঘটিকার সময় তার স্বামী বিশ্বজিৎ সরকার নির্ম’মভাবে গলায় কাপড় জড়িয়ে হ’ত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মাধবী রানীর পিতা শাকবাড়ীয়া গ্রামের ফণীভূষণ অধিকারী এই অভিযোগ করেছে। তিনি আরও বলেন যে,আমার মেয়ে বিয়ে হওয়ার থেকে শারীরিক মানসিক ভাবে বহু বার জঘ’ন্য তম নির্যা’তনের শি’কার হয়েছে।
এগুলোসব এলাকার মানুষ সবাই জানেন। কাট কাটা পুলিশ ফাড়ির ভার প্রাপ্ত কর্মকর্তা সহ চার পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্হলে যায়। যেয়ে দেখে মেয়ে মাধবী রানীর নিথর দে হ পড়ে আছে।
স্বামী বিশ্বজিৎ সহ বাড়ির সবাই পলাতক। পুলিশ লাশ ময়না ত’দন্তে খুলনায় পাঠিয়েছে৷ মৃ’ত মাধবী রানীর একটি শিশু কন্যা সন্তান আছে।