গ্রে’ফতার হলেন ইমরান খান
‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পি’টিআই দলের প্রধান ইম’রান খানকে গ্রে’ফতার করেছে পুলিশ।দু’র্নীতি মাম’লায় ৩ বছরের কারা’দণ্ডাদেশ দেওয়ার পর শনিবার (৫ আগস্ট) দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেফ’তার করা হয়।
‘পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র তথ্যমতে, তোষাখানা মা’মলায় ইম’রান খানকে দোষী সা’ব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত।
একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজ’নীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষ’ণিকভাবে ইমরান খানকে গ্রে’ফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
ইমরানে খানের বি’রুদ্ধে তোষাখা’নার মাম’লাটির করেন দেশটির নির্বাচন কমিশন। মা’মলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অ’ভিযোগ আনা হয়েছে।
এদিকে, পিটিআই’র পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কা’রাগারে নেওয়া হচ্ছে।