চু’রি করা গরু ৫ মাস পর বা”ছুরসহ ফেরত দিলো চো’র

ছবি সংগ্রহীত
টা”ঙ্গা”ইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে প্রায় পাঁচ মাস আগে চু”রি করা গ”র্ভবতী কালো রঙের গরু রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর।

(১২ মা”র্চ) ভোরে ওই ইউনিয়নের মহন গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক ওই গ্রামের মৃ”ত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি ন”রসিংদী সদর ফায়ার সার্ভিস ও সি”ভিল ডিফেন্সে চা”করি করেন।

শাহ”’জাহানের ছেলে সাব্বির ও পরিবার সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে শুক্রবার জুমার নামাজের পড়ে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চু”’রি হয়ে যায়। গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। অনেক খোঁজ ক”রেও পাওয়া যায়নি। প্রায় পাঁচ মাস পর রোববার ভোরে বাড়ির পেছনে কুয়া (ইন্দিরা) পাড়ের একটি গাছে কা”লো রঙের ওই গাভি ও তার দুই মাস বয়সী বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

এদি”কে গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় পরিবার এবং আশপাশের লোকজন অবাক। ইতো”মধ্যে গাভি ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই। অন্যদিকে গরু ফিরে পাওয়ার এ সংবাদ পেয়ে ন”রসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান।

শাহ’জাহান জানান, রোববার সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন সংবাদ পেয়ে এখন বাড়ি ফি”রছি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top