‘গণভবনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসি’নার সঙ্গে সাক্ষাৎ করেন তামিম ইকবাল, সাথে ছিলেন সাবেক অধি’নায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অব’সরের সিদ্ধান্ত প্রত্যা’হার করেছেন তামিম ইকবাল। তবে আপাতত থাকবেন দেড় মা’সের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।
চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মে’লন ডেকে আন্ত’র্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘো’ষণা করেছিলেন তামিম ইকবাল। আজ তাঁকে ডেকেছিলেন প্রধা’নমন্ত্রী শেখ হাসিনা। প্রধানম’ন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবা’দমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুর’বেলায় আমাকে মাননীয় প্রধান’মন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিট’য়ারমেন্ট এই মু’হূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাই’কে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অস’ম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মা’শরাফি ভাইয়ের বড় ভূমি’কা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধা’নমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরে’কটু ফ্রি হতে পারি।’
তামিম অ’বসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জা’নানোর পর বলেন, ‘এরপর পাপন ভাই কথা বলবেন।’ বিসিবি সভাপতি নাজ’মুল হাসান পাশেই দাঁ’ড়িয়ে ছিলেন। সংবাদকর্মী’দের তিনি বলেছেন, ‘আমার একটা ধারনা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফা’রেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধা’ন্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধান’মন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছি’লাম এবং ও আপনা’দের সামনেই বলে গেল, সে যে অব’সরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যা’]হার করছে। সে অবসর নেয় নাই।’
বিসিবি সভাপতি এই কথা বলার পরই সংবাদকর্মীদের একজন প্রশ্ন করেন, পাপন ভাই অবসরের চিঠি কি দিয়েছিল? বিসিবি সভা’পতি উত্তর দেন, ‘আজকে একটা এসেছে।’ এরপর বিসি’বি সভা’পতি বলে’ছেন, ‘যেহেতু সে শারী’রিক ও মান’সিকভাবে এখ’নো ফিট না…।’