দলে কোন প্রভাব ফেলবে না তামিম না থাকায়: লিটন

গতকাল আন্ত’র্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতা’শাজনক হারের পর হঠাৎ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

আর তাই সিরিজে শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। শুক্রবার (৭ জুলাই) বিসিবির আনুষ্ঠানি’কভাবে লিটনকে অধিনায়ক ঘোষণা করে। এর কিছুক্ষণ পর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন লিটন।

“তামিমের না থাকা দলে প্রভাব ফেলবে না” বলে মন্তব্য করেন লিটন। তিনি বলেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়াই খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

তামিমের অবসর প্র’সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি জানতে পেরেছি দুপুর একটার দিকে। আমরা উপলব্ধি করতে পারিনি তিনি এমন কিছু করবেন। তবে তার সিদ্ধা’ন্তকে সম্মান জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top