দেশের প্রতিটি জেলায় মসজিদ নির্মাণের ঘোষণা সেই আরাভ খানের
ছবি সংগ্রহীত
দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আ”রাভ খান ওরফে সোহাগ মোল্লা ওরফে রবিউল ইসলাম রবি দেশের ৬৪ জেলায় ৬৪ মসজিদ নি”র্মাণ করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্প”তিবার দুপুর ১২টার দিকে আ”রাভ খান তার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।
তি”নি বলেন, আমি একজন দিনমজুরের ছেলে। আমি ঢাকায় এসে অনেক কষ্ট করেছি। হোটেলে কাজ করেছি। অনেক কষ্ট করে আ”মি আজ এ অবস্থানে এসেছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তা হলে খুব শিগগির দেশের ৬৪ জেলায় ৬৪ মসজিদ নি”র্মাণ করব।
এর আগে গতকাল বুধবার স”ন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরাভ জুয়েলারি নামে এই স্বর্ণের দোকানটি উদ্বোধন করেন। দোকানটির মালিক কোটালীপাড়া উপজেলার হিরণ ইউ”নিয়নের আশুতিয়া গ্রামের আরাভ খান বলে জানা গেছে। তবে তার প্রকৃত নাম সোহাগ মোল্লা বলে জা”নিয়েছেন এলাকাবাসী।
সোহাগ মোল্লা আ”শুতিয়া গ্রামের দিনমজুর মতিয়ার রহমান মোল্লার ছেলে। মতিয়ার রহমান মোল্লা একসময় বাগেরহাট জেলার চিতলমারী উ”পজেলায় ফেরি করে সিলভারের হাঁড়িপাতিল বিক্রি করতেন। এখানেই ১৯৮৮ সালে সোহাগ মোল্লার জন্ম হয়। ২০০৫ সালে চিতল”মারী সদরের একটি বিদ্যালয় থেকে সোহাগ মোল্লা এসএসসি পাশ করেন। দারিদ্র্যতার কারণে এর পরে আর তার লেখাপড়া হয়নি। চিতলমারী থেকে ২০০৮ সালে ভা”গ্যের অন্বেষণে তিনি ঢাকা চলে যান।