পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

/
/
/
6 Views

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লা’শ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০সেপ্টেম্বর) হাসাইল বানারী ইউনিয়নের নগরজোয়ার খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে লা’শটি উদ্ধার করা হয়।

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ এর এসআই মজিবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার ওসি স্যার বিষয়টি চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ কে অবগত করেন।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। ৫ ফুট ৫ ইঞ্চি লাশের পরনে ছিলো হাফ হাতা ব্লু রং এর গেঞ্জি ও কালো রং এর গ্যাবাটিং প্যান্ট।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান,নদীতে লাশ ভাসার খবরটি ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পারি পরে ঘটনাস্থলে নৌ-পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি।

এ বিষয়ে টংগিবাড়ী থানায় একটি অপমৃ’ত্যু মামলা রুজু করা হয়। মামলার আই/ও এস আই(নি:) মো: মুজিবর রহমান। যদি কারো আত্মীয় স্বজন বা কারো পরিচিত কেউ হয়, তবে তিনি তাদেরকে (০১৯৩০৮৬৩০৬৫) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar