‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে, তাহলে তো প্রশ্নই ওঠে না। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে উন্মত্ততা এতটাই তীব্র যে তা ক্রিকেটারদের উপর সীমাহীন চাপ সৃষ্টি করে। এই ভারত-পাকিস্তান ম্যাচে বড় ভুল করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অনেকেই মনে করছেন, ঘরের মাঠে এত দর্শকের সামনে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার উত্তেজনাতেই এমন বড় ভুল করেছেন কোহলি।
চলমান বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ল’ড়াই চলছে। শনিবার (১৪ অক্টোবর) এই দুই দল একে অপরের মুখোমুখি হয়। হাইভোল্টেজ এই ম্যাচে ভুল জার্সি পরে মাঠে নেমেছিলেন কোহলি। এমনকি সেই ভুল জার্সি গায়েই ভারতের জাতীয় সংগীত গেয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপে ভারতের জার্সি প্রস্তুত করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
ভারতের লোগোর সঙ্গে মিল রেখে জার্সির কাঁধের নকশা কমলা, সাদা ও সবুজ রং দিয়ে স্ট্রাইপ করা হয়েছে। বিশ্বকাপের আগে খেলা ওয়ানডে ম্যাচগুলোতে ওই তিন স্ট্রাইপের রং ছিল সাদা।
কোহলি ব্যতীত দলের সবাই কমলা, সাদা ও সবুজ রঙয়ের স্ট্রাইপের জার্সি পরে মাঠে নামলেও কোহলি মাঠে নেমে যান বিশ্বকাপের আগে ব্যবহৃত সাদা রঙের স্ট্রাইপ করা জার্সি গায়েই।
টসের পর দুই দল জাতীয় সংগীত গাইতে সারিবদ্ধভাবে দাঁড়ালে বিষয়টি সকলের নজরে পড়ে। জাতীয় সংগীত শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে আলিঙ্গনও করেন কোহলি। এরপর সেই ভুল জার্সি গায়ে ফিল্ডিং করতেও নেমে যান তিনি।
ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর কোহলির সেই ভুল কেউ ধরিয়ে দিলে জার্সি বদলাতে ড্রেসিংরুমে চলে যান কোহলি। জার্সি বদল করে কিছুক্ষণ পর তেরঙা স্ট্রাইপের জার্সি গায়ে মাঠে ফেরেন কোহলি।