বঙ্গবাজারের অ’গ্নি’কাণ্ডে বিএনপি জড়িত কি না, প্রশ্ন সেতুমন্ত্রীর

/
/
/
167 Views

ছবি সংগ্রহীত 
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কিনা তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই অগ্নিকাণ্ডে মানুষের স্বপ্ন পুড়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়েও রাজনীতি করার অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ।

আ”জ বৃহস্পতিবার আ”জিমপুর সরকারি কলোনি মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সাম”গ্রী বিতরণ অনু”ষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সে”তুমন্ত্রী বলেন, রোজার দিনেও ৩০০ স্থানে রাস্তা অবরোধ করে মানুষকে অতীতের মতো কষ্ট দিচ্ছে বিএনপি। যদি তারা রাস্তা বন্ধ করে এসব অব”রোধ করে রোজাদারদের কষ্ট দেয়, আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের উসকানি দেয় তাহলে আ”ওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিবে।

শে”খ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএ”নপির আন্দোলনে মানুষ নেই। বিএনপি সুষ্ঠু ভোটের নির্বাচনের নিশ্চয়তা চায়! ফখরুলের নিরপেক্ষ লোক কে? তারা চায় তত্ত্বা”বধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না।

এ সম”য় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান ও”বায়দুল কাদের।

লা”লবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আও”য়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল ম”হিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভা””পতি আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবিরসহ অন্যরা

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar