বি’দ্রোহী প্রার্থীর হাতু’ড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আ”হত
ছবি সংগ্রহীত
বিদ্রোহী প্রার্থীর হা*তুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আ”হত
বর’গুনার তালতলীর শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বি’দ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শ”নিবার (১১ মার্চ) বিকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে’ন। গুরুতর আহ’তরা হলেন শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের রুহুল আমিন, সজল তালুকদার, জহিরুল ইসলা’ম, গৌ”তম দাস, কামরুল ইসলাম সাগর, মনি চন্দ্র দাস, ডলি তা’লুকদার ও শাহিন।
আও'”য়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন বাদশা তালুকদার জানান, তার সমর্থকদের প্র’চারণায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রা’র্থী জাকির হোসেন বাবলুর হামলায় ৫৬ জন নৌকা মা’র্কার সমর্থক আহত হয়েছেন। আ”হতদের মধ্যে গুরুতর আহত আটজন বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা তা’লতলী হা’সপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গুরু’তর আহত রুহুল আমিন জানান, শনিবার বিকালে নৌকা মার্কার জন্য ভোট চাইতে আঙ্গারপাড়া গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শুরু করেন তারা। এসময় হা”মলাকারীরা প্রথমে আঙ্গার’পাড়া নৌকার প্রচারণা অফিসে হামলা চালিয়ে প্রচারণা অফিস ভাঙচুর করে। তারা খবর পেয়ে সেখানে গেলে আ”ওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলু লো’কজন নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের গুরু’তর জখম করে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও জানান তিনি।
তালতলী থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন বাদশা তালুকদার তালতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।