‘আগামী এক মাসের মধ্যেই চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পত’ন ঘটবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সোমবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনে যুগপৎ ধারায় আন্দো’লনের সাথে সমন্বয় করে বিক্ষো’ভ সমা’বেশ করে গণঅধি’কার পরিষদ।
‘সমাবেশে তিনি বলেন, রাজ’নৈতিক দলের নিবন্ধন না পেলেও গণঅধিকার পরিষদ দমে যাবে না। সকল বি’রোধী দলের সাথে যুক্ত হয়ে সর’কার প’তন আন্দো’লনকে বেগবান করবে। আগামী এক মাস ঢাকায় আসা ও অবস্থা’নের ব্যাপা’রে প্রস্তুতির পরামর্শ দেন দলের সভাপতি নুরুল হক নূর।
তিনি আরও বলেন, ডাক দিলেই ঢাকায় এসে রাজধানী অ’চল করে দিতে হবে। পুলি’শের কলি’জায় ভ’য় ধরেছে এ জন্যই গয়ে’শ্বর রায়কে খাবার খাই’য়েছেন উল্লেখ করে নূর বলেন ফা’ইনাল খেলা শুরু হয়ে গেছে।