পুরো আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মধ্যে নতুন কেউ আলো ছড়ালে তাদের নামের পাশে বড় তকমা লেগে যায় ‘নতুন মেসি’। ল্যাটিন আমেরিকান আরেক দেশ ব্রাজিলের এক উঠতি তারকাকে বলা হয় ‘ছোট মেসি’। মূলত খেলার ধরনে মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকেও ডাকা হয় ছোট মেসি নামে। তবে এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’ কে।
সেই আসল ছোট মেসি আর কেউ নন, মেসির মেজ ছেলে মাতেও। মেসি ইন্টার মিয়া’মিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও। এ তিনজনই খেলছেন মার্কিন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নেন মাতেও। ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে সেই ম্যাচে একাই করেন ৫ গোল। মেসির মেজো ছেলে মাতেও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল। পুরো ফুটবল বিশ্বের নজর পড়েছে সেই ভিডিওতে। নেটিজেনরা তার স্কিলের ভূয়সী প্রশংসায় মেতেছেন।