ইম’রান খানের ত্রাতা হয়ে উঠতে পারে বিচার বিভাগ যেভাবে

তিন বছর ধরে পাকিস্তানের রাজনীতি মূলত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান’ ও দেশটির সামরিক বাহিনীর রশি টানাটানিতে পরিণত হয়েছে। এই রাজনৈতিক দ্বন্দ্বে -সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছেন দেশটির বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠান ও বিচার বিভাগের লোকজন।

ক্ষমতার প্রতিযোগিতার শুরুর দিকে । ইমরানবিরোধী শক্তির পাল্লা অনেক ভারী ছিল। তবে ইমরানের ব্যক্তিগত ক্যারিশমা, জনমোহিনী বক্তৃতা এবং রাজনৈতিকভাবে মাথা নত না করার সিদ্ধান্তে অটল থাকা। তাঁকে শেষ পর্যন্ত কারাবন্দী থাকা অবস্থায়ও খেলার মাঠে টিকিয়ে রেখেছে।

তবে বিচার বিভাগে থাকা খানবিরোধী গোষ্ঠীর মধ্যে ভাঙন ধরায় ইমরানের রাজনৈতিক প্রতিকূলতা কাটতে শুরু করেছে বলে মনে হচ্ছে। সরকার ইতিমধ্যেই ইমরানের দল পিটিআইকে সংসদে সংরক্ষিত আসন থেকে বঞ্চিত করার -পাশাপাশি পিটিআইয়ের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন দলটির ওপর সরকার অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top