কুরুলুস ‘ওসমান খ্যাত’ নায়ক বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে

তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। হয়তো চিনতে কিছুটা সমস্যা হচ্ছে। যদি এভাবে বলা হয়―কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট আসছেন, তাহলে সবাই চিনবেন। কেননা, সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে।

বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরা’ক অ্যাজি’ভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন’ সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের স’ঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরা’ক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। kfv এক বোন, নাম বুর’সান দেনিস। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মার’মারা বিশ্ববিদ্যালয়ে চারু’কলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটো’গ্রাফি নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top