বি এন পির ভার-প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি গণ’তান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে সংযম ও ধৈ’র্য্যের পরিচয় দিতে হবে,
আগামীতে জনগণের সমর্থনে বি এন পি রাষ্ট্র ক্ষমতায় গেলে তরুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোর বিডি হলে জেলা বি এন পির নেতৃ-বৃন্দের সঙ্গে ভা’র্চুয়াল মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান আরো বলেন স্বৈরাচার শেখ-হাসিনার পতন হয়েছে ঠিকই তবে এখনও দেশের বি’রুদ্ধে ষড়-যন্ত্র চলমান। বি এন পির প্রতিটি নেতা কর্মীকে তাই অত্যন্ত স’তর্কতার সাথে পথ চলতে হবে বি এন পির পরিচয় ব্যবহার করে কেউ যদি কোনো অ পকর্মে জড়িত হয় তাহলে তার বি’রুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় দেশের প্রচলিত আইন অনুযায়ীও ব্যবস্থা নেয়া হবে।