জাহাজ ডাকা/তি করা সোমালিয়ান জলদস্যু/দের আট/কালো ভারতীয় নৌবাহিনী

সারাবিশ্ব গণমাধ্যমের চোখ এখন সোমালিয়ান জলদস্যুদের দিকে। বাংলাদেশি জাহাজ এমভি আব্দুলা জিম্মি করে সোমালিয়া উপকূলে নেয়ার পরও থেমে নেই সোমালিয়ার জলদ/স্যুরা। তারা নতুন করে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি কার্গো জাহাজ জি/ম্মি করে সোমালীয় জলদস্যুর।

তবে এবার ডাকা/তি করা ওই কার্গো জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী।শুধু এটা নয়, তাদের আত্মসমপর্ণের জন্য আহ্বান জানানো হয়েছে। রয়টার্স এই খবর জানিয়েছে।

আজ শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিন/তাই করে সোমালিয়ান জলদ/স্যুরা। গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গু/লি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। তখন জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

এদিকে ছিন/তাইকৃত ওই মাল্টিজ জাহাজ ব্যবহার করেই বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউ/রোপীয় ইউনিয়ন। এমভি আবদুল্লাহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশি ২৩ নাবিক এখনও সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top