জি”জ্ঞাসাবাদ করতে পারে ডিবি : দীঘি এখন বলছেন, অ’নুষ্ঠানে আমি ছিলাম না

ছবি সংগ্রহীত
হ”ত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবা”ইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হা”রুন অর রশীদ।

এম”ন খবর প্রকাশ্যে আসার পর প্রার্থনা ফারদিন দীঘি দাবি করছেন ওই স্বর্ণের দোকান উ”দ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। অথচ এক ভিডিও বার্তায় ওই আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে দ”র্শকদের জানিয়েছিলেন।

সমা”লোচনার মাঝে দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না। যারা বলছে তারা ভুল বলেছে। আমি দুবাইয়ের এনারায় জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। আ”মার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ ছড়নো হচ্ছে। সেখানে সাকিব আল হাসান গেছে আমি যাইনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top