টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যমজ দুই বোন অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।যমজ বোন
অর্পা ও অর্ণা টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এতে তাদের পরিবারের পাশাপাশি এলাকার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এবার একই রকম দেখতে দুই মেধাবী বোনের একই সাফল্যের পিছনের গল্পটা জানা যাক।
তারা দুজনই বিজ্ঞান বিভাগের ছাত্রী। অর্পার প্রাপ্ত নম্বর ১১২৩ ও অর্ণার প্রাপ্ত নম্বর ১১১৪। আগামীতেও ভালো ফলাফল করে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথা জানায় তারা।অর্পা ও অর্ণা পৌর শহরের আদালত রোডের ওয়ালটন প্লাজার সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিণী সুম্মিতা ঘোষ দম্পতির সন্তান।