বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

‘আফগানস্তিানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৯২ বল হাতে রেখে। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্তর জোড়া ফিফটিতে বড় জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো সাকিব আল হাসানের দল। হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে বাংলাদেশ বাংলাদেশ জয়োধ্বনি।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু বিপদে পড়ে বাংলাদেশ। মিরাজ ও শান্ত জুটিতে ভর করে সেই বিপদ কাটিয়ে ওঠে টাইগাররা। মিরাজের পর ফিফটির দেখা পান শান্তও। তবে মিরাজ আউট হলেও শান্তকে পরাস্ত করতে পারেননি আফগান বোলাররা।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু বিপদে পড়ে বাংলাদেশ। মিরাজ ও শান্ত জুটিতে ভর করে সেই বিপদ কাটিয়ে উঠছে টাইগাররা। শুরুতে তানজিদ তামিমের রান আউট আর লিটন দাসের ভুল শটে ইনসাইডএজ দলকে কিছুটা চাপে ফেলে। সেই চাপ থেকে দলকে এগিয়ে নেন মিরাজ-শান্ত। ৯৭ রানের জুটি গড়েন দুজন।

মিরাজ ফিরে গেলে আসেন সাকিব। শান্তকে নিয়ে ২২ রানের ছোট্ট জুটি গড়ে সাকিব ফিরে যান ছক্কা হাঁকাতে গিয়ে। ১৯ বলে ১৪ রান করেন ফেরার আগে। এরপর ক্রিজে আসা মুশফিককে নিয়ে জয়ের পথটুকু পাড়ি দিয়ে উল্লাস করতে করতে মাঠ ছাড়েন শান্ত। তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে অনবদ্য ৫৯ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৭.২ ওভারেই অলআউট হয় আফগানরা। এর মধ্যে সাকিব আর মিরাজ মিলে নেন ছটি উইকেট। বাকি চারটি উইকেট নিয়েছেন পেসাররা। ১৫৬ রানেই গুটিয়ে গেছে রহমত শাহর দল। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর কারো ব্যাটে তেমন রান আসেনি।

দেড়শ পেরোনো স্কোর গড়ার পথে ওপেনিং জুটির অবদান ছিল ভালো। ওই জুটি যখন ৪৭ রানে তখন ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ইব্রাহিম জাদরান ২২ রানে ফেরার পর আফগানরা আবার ঘুরে দাঁড়ালে ৮২ রানের মাথায় রহমত শাহর উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি এনে দেন সেই সাকিব।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইকেট মেইডেন নিয়ে আফগানদের চাপে ফেলে দেন মিরাজ। এরপরই শুরু হয় আফগানদের ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট পড়তেই থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সাকিব ও মিরাজ। এছাড়া শরিফুল দুইটি এবং মোস্তাফিজ ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন। বল হাতে ৩টি উইকেট, পয়েন্ট দুর্দান্ত ফিল্ডিং আর ব্যাটিংয়ে ফিফটি পাওয়া মিরাজকে ম্যাচের সেরা নির্বাচন করতে নির্বাচকদের একটুও কষ্ট করতে হয়নি। bvnews24

1 thought on “বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের”

  1. Pingback: বাংলাদেশ চাঁদেও যাবে : প্রধানমন্ত্রী - Sonarbd24

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top