বাংলাদেশ কৃষি-বিশ্ববিদ্যালয়ে বা’কৃবি শিক্ষার্থী দের আন্দো’লনের পর ক্যা’ম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধা’ন্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধ বার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডি’কেট সভায় এ বিষয়ে সি’দ্ধান্ত নেওয়া হয়। পরে ভার প্রাপ্ত রেজি’স্ট্রার হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে,
(গত-কাল বেলা তিন টায় বিশ্ব-বিদ্যালয়ের জরুরি সিন্ডি’কেট সভা শুরু হয়)
সভায় বিশ্ব বিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সু’ষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বা’র্থে সব ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং পরবর্তী নির্দেশ না, দেওয়া পর্যন্ত বন্ধ এবং আগামী (১ সেপ্টেম্বর) থেকে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গ’বেষণা চালু করার বিষয়ে সিদ্ধা’ন্ত নেওয়া হয়। পরে ভার-প্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দীন স্বা’ক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত প্রকাশ করা হয়,
তবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস সম্পর্কিত দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা,রাত নয়টায় রাজনীতি মুক্ত ক্যাম্পা’সের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় থেকে বি’ক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা ।
মিছিলটি বি’শ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে দিয়ে আবাসিক এলাকায় যায় এবং সেখান থেকে উপা’চার্যের বাসভবনের সামনে আসে। মিছিল শেষে উপাচার্যের বাস-ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচি চলা কালে সেখানে উপস্থিত হন বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা শহীদুল হক ও প্রক্টর আবদুল আলীম দায়িত্বৎ প্রাপ্ত উপাচার্য খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।
তাঁরা দাবি আদায়ে কঠোর অবস্থান নেন পরে বিজ্ঞপ্তি সংশো’ধন করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি, সভা সমাবেশ মিছিল নি’ষিদ্ধ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হয়।