বাংলাদেশের চলমান অস্থি’তিশীল পরি’স্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধান’মন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সব-সময় বাংলাদেশের অগ্র-গতির শুভাকা’ঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতি বার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপ-লক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতা’য় এ কথা বলেন মোদি।
তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকা’ঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভা-বিক হবে।” ভারতীয় রা বাংলাদেশে বসবাস কারী হিন্দুসহ সংখ্যা’লঘুদের নিরাপত্তা চায়।