ভারতের কাছে হেরে বড় দলের সঙ্গে পার্থক্য বুঝেছেন নাজমুল

‘ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে ভারতকেই সবচেয়ে ফেবারিট মানছেন বেশির ভাগ ক্রিকেট বিশ্লেষক। সাধারণ ক্রিকেট সমর্থক’দের বেশির ভাগের ধারণাও সে রকমই। সেটা যে কেন, খুব ভালোভাবেই প্রমাণ করে চলেছে রোহিত শর্মার দল। দাপটের সঙ্গে নিজে দের প্রথম চার ম্যাচ জিতেছে ভারত।

এবারের বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারত আজ উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে বাংলাদেশ’ তুলতে পারে ৮ উইকেটে ২৫৬ রান। বিরাট কোহলির সেঞ্চুরিতে এই রান ভারত টপকে গেছে ৫১ বল হাতে রেখে, মাত্র ৩ উইকেট হারিয়ে।

‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ভারতসহ বড় দলগুলোর বিপক্ষে নিজেদের পার্থক্য বুঝতে পারার কথা, ‘ভারত সবসময়ই ভালো দল। তাদের ভালো করার যথেষ্ট সামর্থ্য আছ। আজ তারা সেটা দেখিয়েছে।’’

বাংলাদেশ তাদের প্রথম চার ম্যাচের মাত্র একটিই জিতেছে। ভারতের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। তিনটি হারই বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে, ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে। এ নিয়ে নাজমুল বলেছেন, ‘তিনটি দলই খুবই ভালো। তবে আমার মনে হয় এখন পর্যন্ত আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আশা করি সামনে সেটা করতে পারব।’

চোটের কারণে ভা’রতের বিপক্ষে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে নাজমুল বলেছেন, ‘তিনি ভালো’ভাবেই সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমরা তাঁকে আগামী ম্যাচে পাব।’

1 thought on “ভারতের কাছে হেরে বড় দলের সঙ্গে পার্থক্য বুঝেছেন নাজমুল”

  1. Pingback: পুলিশ সুপার, নৌ পুলিশ, নারায়নগঞ্জ অঞ্চল এর নির্দেশে ০৬ জেলে আ'টক। - Sonarbd24

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top