শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে এ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আব্দুল হান্নান, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, মু্ন্সিগঞ্জ।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, ফৌজদারী মামলা দ্রুত নিস্পত্তির লক্ষে বিচারিক আদালতের মামলার সাক্ষী হাজির করা ও থানার মামলার বিষয়বস্তু নিয়ে পুলিশ ও বিচারকদের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে কর্মদক্ষতার মূল্যায়ন হিসেবে বিচারক ও বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথি। চৌকস পুলিশ কর্মকর্তা এস আই(নি:) মো: মুজিবর রহমান শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহন করেন ।
মুন্সিগঞ্জে চাঁদাবাজি ও দস্যুতা মামলায় আসামী গ্রেফতারসহ মামলা তদন্তে তার বিশেষ ভূমিকা রয়েছে। ২০২৩ সালে দৌলতদিয়ায় গরুর ট্রলারে ডাকাতির ঘটনায় মুন্সিগঞ্জ থেকে ০৭ ডাকাত গ্রেফতারসহ ৩৪ লক্ষ টাকা উদ্ধার করে জব্দতালিকা প্রস্তত করেন। জব্দকৃত টাকা মামলার আই/ও কে বুঝিয়ে দেন। এভাবে তিনি নিরলসভাবে জনগনের কল্যানে কাজ করে যাচ্ছেন।