শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন না: জয়

শেখ পরিবারের কেউ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে ডয়েচেভেলের বাংলা বিভাগে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জয় বলেন, ‘তিনি দেশ ছাড়তে চাননি। দেশে সংঘর্ষ চলাকালে জানানো হয়েছিল গণভবনে হামলা করবে। তখন আমরা পরিবারের সদস্যরা তাকে (শেখ হাসিনা) কনভিন্স করলাম, এরা শুধু অন্দোলনকারী নয়, সন্ত্রা’সীও। তারা তোমার ওপর হামলা করবে। তোমাকে দেশ ছেড়ে যেতেই হবে।’

দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুঁকিতে পড়েছেন কি না জানতে চাইলে শেখ হাসিনাপুত্র বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হবে স্বাভাবিক। কারণ, সরকার পতনের আগে থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে শুধু সরকারের দোষ দেয়া হয়, আওয়ামী লীগের দোষ দেয়া হয়, এটা ঠিক না। এখন আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু নির্যাতন চলছে। সব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেয়া হয়েছে। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার মায়ের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল।’

শেখ হাসিনার দেশত্যাগের খবর নেতাকর্মীরা জানতেন না বিষয়টি সত্য কি না জানতে চাইলে জয় বলেন, ‘আসলে সিদ্ধান্ত একদিন আগেই হয়েছিল। আমরা কয়েকজন জানতাম তিনি পদত্যাগ করেছেন ঘোষণা দেবেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজেশন বানানো হয়, সেই পরিকল্পনা ছিল। যখন তারা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা চলে আসতে বলি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top