সকাল বেশি করে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

ইসলামী জীবন ব্যবস্থার মূলভিত্তিই কোরআন এবং সুন্নাহ। কোরআন মানুষের জন্য গাইডলাইন। এর ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। রাসুলের দিকনির্দেশনা মানুষের জন্য একমাত্র মু’ক্তির পথ। বিশ্বনবি (সা.) যে আমল করেছেন সেগুলো নিয়মিত করা মানুষের জন্য অনুকরণীয় শিক্ষা।

কোন সময়ে কি দোয়া পড়তে হবে হাদিসে তা উল্লেখ আছে। সকালবেলা পড়ারও দোয়া শিখিয়েছেন বিশ্বনবী। হযতর আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে এই দোয়া বলবে।

দোয়াটি হলো— اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ
উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু।

অর্থ: হে আল্লাহ! তোমার আদেশেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃ’ত্যুবরণ করি। (ইবনে মাজাহ: ৩৮৬৮)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top