নিরাপত্তা-হীনতা ও বেতন বৈষম্যের অজু’হাতে দেশের-শীর্ষ বে-সরকারি স্যাটে লাইট টেলিভিশন সময় টিভির সম্প্রচার বন্ধের প্রতি-বাদে প্রতিষ্ঠান’টির কর্মীরা মানব বন্ধন ও বিক্ষোভ কর্ম’সূচি পালন করেছেন,
নিরাপত্তা হীনতার অভিযোগ তুলে সম্প্র’চার বন্ধের সিদ্ধান্তের বিরু’দ্ধে, অবস্থান নেন সময় টিভির কর্মীরা, অংশ গ্রহণকারী কর্মীরা অভিযোগ করেন সময় টিভির সম্প্র’চার বন্ধের পেছনে নিরাপত্তা হীনতার কোনো প্রকৃত প্রমাণ নেই এমনকি বেতন বৈষ’ম্যের বিষয়টিও সত্য নয়।
নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় জামায়াত
মানব বন্ধনে সময়-টিভির সিনি’য়র সাংবাদিক মোস্তফা হোসেইন বলেন ‘গণ মাধ্যমের টুঁটি চেপে ধরেছে যারা তারাই স্বাধীন গণ-মাধ্যমের শত্রু। সময় টিভি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রায় ১ হাজার সংবাদ’কর্মী ও তাদের পরিবারের রুজি রুটি হুম’কির মুখে পড়বে, আমি বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারকে অনুরোধ করব শিগ-গিরই সময় টিভির সম্প্রচার চালু করা হোক,
সময় ডিজিটালের সফট’ওয়্যার ডেভেল পমেন্ট ইনচার্জ মারুফুর রহমান অভিযোগ করে বলেন ‘আদালতের এক বেঞ্চে বিচারাধীন বিষয়ে তথ্য গোপন করে অন্য বেঞ্চে রিটের মাধ্য’মে এক দিনের মধ্যে সম্প্র’চার বন্ধের সিদ্ধান্ত এবং কার্যকর করা হয়েছে তা প্রশ্নবিদ্ধ। এই নিষেধাজ্ঞা নতুন বাংলাদেশে গণ-মাধ্যমের মুক্ত স্বাধী’নতার প্রতি হস্তক্ষেপ, আদালতের এই সিদ্ধান্ত পুনর্বি-বেচনার এবং দ্রুত সম্প্র’চার চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।