‘কিউ’ইদের সাথে ম্যাচে ব্যাট করতে নেমে মাসল ক্র্যাম্প (মাংসপেশিতে টান) পড়ে সাকিবের। সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিলেও রাচিন রবীন্দ্রের একটি বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ-পাশের উরুতে চোট পান এই অলরাউন্ডার। এ সময়ে মাঠেই সাকিবকে খানিকটা সেবা শুশ্রূষা করেন টাইগার ফিজিও। ম্যাচের মোড় পরিবর্তনে দ্রুত ব্যাট চালাতে থাকেন টাইগার কাপ্তান। তবে এতে খুব একটা সফল ছিলেন না দেশসেরা এই ক্রি’কেটার। নিজের ইনিংস বড় করার আগেই প্যাভি’লিয়নের পথ ধরেন তিনি।
এরপর বোলিংয়ে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিংয়ে দাঁড়ান নিজের চিরচেনা জায়গা ছেড়ে স্লিপে। এতে ম্যাচ চলা’কালেই বুঝা যাচ্ছিল, কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। ম্যাচ শেষেই হাসপাতালে গেছেন টাই’গার কাপ্তান।
তবে সাকিবের চোটের বিষয়ে এখনও নিশ্চিত’ভাবে কিছুই জানা যায়নি। এমনকি চোট কতটা গুরুতর বা আদৌ কিছু হয়েছে কি না, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানি’কভাবে কিছুই জানায়নি দেশের ক্রি’কেটের নিয়ন্তা সংস্থা বিসিবি।
হাসপাতালের রিপোর্টের তথ্য এখনও জানা যায়নি। তবে চোট কতটা গুরুতর, সেটা রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট। এখন রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা।
এ প্রসঙ্গে বাংলা’দেশ দলের ম্যা’নেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিবের চোট লেফট কোয়াডে (বাম পায়ের উরুর ওপরের দিকে)। স্ক্যানিংয়ের জন্য ম্যাচের পরই ওকে হাসপা’তালে পা’ঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে, ওর চোট গুরুতর কি না।
তবে ক্রীড়া জগতে খুবই সাধারণ এক ইনজুরি মাংসপেশির আঘাত। স্পোর্টস ইনজুরির ১০ থেকে ৩০ শতাংশও এটি। সাধারণত এক থেকে দুইদিনের মধ্যেই এই চোট থেকে সেরে ওঠা সম্ভব। তবে চোট কিছুটা গুরুতর হলে ২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত মা’ঠের বাইরে থাকতে হতে পারে সাকিবকে। এক্ষেত্রে বিশ্বকাপের কিছু ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা থাকবে।
এর আগে, বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। টাইগারদের ৮ উই’কেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ-অর্’ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ২৪৫ রান তোলে লাল-সবুজেরা। জবাবে ৪৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। তিন উই’কেট শিকারে ম্যাচসেরা হন লুকি ফার্গুসন।
Pingback: নৌ-পুলিশের অভিযানে পদ্না নদীতে ১ জেলে আটক ও বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ - Sonarbd24
Pingback: ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী - Sonarbd24