হাসান-রানা ১৭২ রানে গুটিয়ে দিলো পাকিস্তানকে, টাইগারদের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার স্বাদ নেয়া বাকি ছিল বাংলাদেশের। চলতি সিরিজে সেই আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার সিরিজ জয়ের হাতছানি। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৮৫ রান। অল্প টার্গেট মনে হলেও রাওয়ালপিন্ডির পিচে খুব সহজ হবে না এই রান তাড়া করা।

দুই উইকেটে ৯ রান নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল পাকিস্তান। নাহিদ রানা আর হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে গুটিয়ে গেছে ১৭২ রানে_স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে মাত্র ৪৬ ওভার ৪ বল। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান।

চতুর্থ দিনে আট উইকেটে পাকিস্তান যোগ করেছে ১৬৩ রান। অপরাজিত থাকা আগা সালমানের ৪৭ রানই সর্বোচ্চ, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪৩!বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান। নাহিদ রানাও শিকার করেছেন ৪৪ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top