৮ এসএসসি পরীক্ষার্থীর আত্ম\হত্যা, ফেসবুকে ‘শায়খ আহমাদুল্লাহর’ মন্তব্য

সম্প্রতি প্রকাশ হয়েছে এসএসসির ফলাফল। আশানুরূপ ফল না হওয়ায় ফল ঘোষণার পর কয়েকজন শিক্ষার্থী আত্ম’হ’ত্যা করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ’মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে ওই পোস্টে তিনি বলেন, ‘এসএসসির ফলাফল প্রকাশের পর আটজন পরীক্ষার্থী আত্ম’হ’ত্যা করেছে। এটা গণমাধ্যমে আসা খবর। প্রকৃত সংখ্যাটা আরো বেশি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আত্ম’হত্যার মূল কারণ ধর্মীয় শিক্ষার অভাব। দীনি দিক্ষা পাওয়া মানুষ হতাশ হতে পারে না। কারণ, তার ভরসার জায়গা আছে। পার্থিব জীবনের ক্ষণস্থায়ী দুঃখ থেকে বাঁচতে সে জাহান্নামের আযাবে ঝাঁপ দিতে পারে না।

পরীক্ষার পাস-ফেলই সফলতা কিংবা বিফলতার মানদণ্ড নয়। অনেক ফেল করা ছাত্র কর্মজীবনে সফল হয়। আবার ঈর্ষণীয় রেজাল্টের পরও অনেকের কর্মজীবন সুখের হয় না। এর অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনে আছে। সামগ্রিক জীবনের তুলনায় পরীক্ষার রেজাল্ট বিশেষ বড় কোনো ঘটনা নয়।’

তিনি বলেন, ‘সন্তানদের আত্ম’হত্যা’র পেছনে অনেক বাবা-মারও দায় থাকে। নিজেদের অপূর্ণ স্বপ্নের বোঝা তারা এমনভাবে চাপিয়ে দেন সন্তানের কাঁধে, সেই ভার আর তারা বইতে পারে না। ফলে চক্ষুলজ্জায় তারা আত্ম’হননের পথ বেছে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top