বিপদসীমার উপরে কাপ্তাই হ্রদের পানি, জলকপাট খোলা হলো ৪ ফুট

রাঙামাটিতে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি কমাতে এবার চার ফুট করে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। স্পিলওয়ে ও প্রধান বাঁধের ঝুঁকি কমাতে তৃতীয় দফায় কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি অপসারণ অব্যাহত রেখেছে।

রোববার থেকে দুই ফুট খোলা থাকলেও সোমবার সকালে তা আরও দুই ফুট বাড়ানো হয় ।বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের।
জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে হ্রদের উজানে থাকা আসাম মিজোরাম, ফারুয়া, বিলাইছড়ি বরকল নানিয়ারচর, বড় হরিণাছোট হরিণাসহ বিভিন্ন খাল, ছড়া ও পাহাড়ি ঢলের পানি কাপ্তাই হ্রদে জমা হতে থাকে। উজান থেকে নেমে আসা পানির এই ঢলে কাপ্তাই হ্রদ কানায় কানায় ভরে বিপদসীমায় পৌঁছেছে।

এমন অবস্থায় ঝুঁকি এড়াতে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪ ফুট করে বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন অব্যাহত রেখেছে পিডিবি এতে প্রতি সেকেন্ডে ৬৯ হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিস্কাশিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top